১) অস্ট্রেলিয়া বিরুদ্ধে শতরান শুভমন গিলের।ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে শুভমন বলেন,”জানি না আবার কবে ভারতে এত ভালো পিচ পাব। তাই অকারণে মারতে গিয়ে আউট হব না ঠিক করেছিলাম।”

২) দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত তিনি। আর অর্ধশতরান করতেই অনন্য নজির গড়েন বিরাট। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি।

৩) আহমেদাবাদের পিচ নিয়ে সন্তুষ্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি শুভমন গিলের দুরন্ত শতরান নিয়ে প্রশ্ন করাতেই বলেন, “এর আগে বেশ কঠিন উইকেটে ম্যাচ খেলতে হয়েছে ভারতীয় দলকে। এটা একেবারে সঠিক উইকেটে ম্যাচ হচ্ছে।”
৪) ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি।
৫) আহমেদাবাদ টেস্টে বিত*র্ক। মহম্মদ শামিকে দেখে জয় ‘শ্রীরাম স্লোগান’ তুললেন কয়েকজন দর্শক। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও’র সত্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।
আরও পড়ুন:অস্ট্রেলিয়া বিরুদ্ধে শতরান, ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন?










































































































































