নিয়োগ দুর্নী*তি কাণ্ডে (SSC recruitment scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) শনিবার আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি (ED) সূত্রে খবর কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। এত টাকার উৎস কী, বিগত কয়েক বছরে কীভাবেই বা বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন শান্তনু ,ব্যাঙ্ক স্টেটমেন্ট সামনে রেখে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কোথায় বিনিয়োগ করেছিলেন, কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কোন চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছিলেন, ইত্যাদি প্রসঙ্গ উঠে এসেছে ইডির তদন্তে। আজ নগর দায়রা আদালতে পেশ করা হবে তাঁকে।


নিয়োগ দুর্নীতির এই মামলায় শান্তনুর নাম প্রথমবার উঠে এসেছিল মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। শুক্রবার টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর শান্তনু বন্দোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন। ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কুড়িটি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেগুলো কি কুন্তল টাকা দিয়ে কেনা হয়েছিল? কতজনের কাছ থেকেই বা টাকা নেওয়া হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আদালতে শান্তনুকে পেশ করে সওয়াল করবে ইডি।



 
 
 
 
































































































































