Sealdah Railway : ইন্টারলকিংয়ের কাজের জেরে ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা !

0
3

নৈহাটি (Naihati) ও কল্যাণী স্টেশনের (Kalyani Junction) মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল (Automatic Signal System) ব্যবস্থা তৈরির কাজ চলছে। সেই কারণে শনিবার সারাদিন ভোগান্তির মুখে শিয়ালদহ শাখার (Sealdah Main Line) নিত্যযাত্রীরা। বেশকিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি রুট বদলেও ট্রেন চালাবার বিকল্প ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ বলেই ডিআরএম (DRM) সূত্রে খবর। পূর্ব রেল সূত্রে খবর, আগামী আরও তিনদিন এই সমস্যা চলবে।

সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরম গন্ডগোল। রেল সূত্রে জানা যাচ্ছে নৈহাটি-কল্যাণী স্টেশনের মাঝে চলছে । ফলে বাতিল একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সীমা ও রুট বদল। সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরমে ভোগান্তি।বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল বাতিল করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। ফলে ভিড়ও হচ্ছে বেশি। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। জানা গেছে, নৈহাটি ও কল্যাণীর মধ্যে এই ইন্টারলকিংয়ের কাজ ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে।