Howrah : গভীর রাতে ঘুসুড়ির বহুতলে আ*গুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন !

0
2

নির্মীয়মান বাজারে অ*গ্নিকাণ্ডের ঘটনায় রাত থেকেই চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ঘুসুড়িতে (Ghusuri, Howrah)। সূত্রের খবর আনুমানিক রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড সংলগ্ন এক বিল্ডিংয়ের ছয় তলায় হঠাৎ আ*গুন লাগে (Fire Incident)। স্থানীয়রা বলছেন বাজার নির্মাণ করার জন্য ওই বহুতলটি তৈরি করা হচ্ছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দ্রুত আ*গুন ছড়িয়ে পড়ার আ*তঙ্ক জন্মায় স্থানীয়দের মনে ।

মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় হাওড়ার ঘুসুড়িতে চারটি দমকল ইঞ্জিন (Fire Engine)। জানা যায় বহুতলে ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ এবং বাঁশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। তড়িঘড়ি মালিপাঁচঘড়া থানা (Malipanchghora Police Station) এবং দমকলে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।