Weather Update : বসন্তে বৃষ্টি ! জেলায় জেলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের

0
3

সপ্তাহ শেষে বৃষ্টির (Rain) ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে শুক্রবার এবং শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও। সকাল থেকেই বদলেছে কলকাতার আবহাওয়া (Kolkata Weather)। রোদের দাপট থাকলেও মেঘলা আকাশে কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

হাওয়া অফিস (Weather Department) বলছে আজ সারা দিন ধরেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। এর পাশাপাশি দেশজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।আগামী ২৪ ঘণ্টায় কর্ণাটকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সৌরাষ্ট্র ও কচ্ছেও তাপপ্রবাহের চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।