খোলামেলা পোশাকে ফটোশুট করে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী বিদ্যা বালান

0
2

‘দ্য ডার্টি পিকচার’ একেবারে অন্য ঘরানার একটি ছবিতে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দর্শকের মন জয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।একাধিকবার চিরাচরিত ছক ভেঙে অভিনয় করেছেন তিনি। নিজেকে ভাঙতে গড়তেই পছন্দ করেন অভিনেত্রী।ডার্টি পিকচারে ‘সিল্ক’ চরিত্রে খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল বিদ্যাকে। এবার সোশ্যাল মিডিয়ায় সামনে এল অভিনেত্রীর একগুচ্ছ ছবি। যা একেবারে চোখ ধাঁধানো।

আরও পড়ুন:Entertainment : ‘চুরি’ করতে চলেছেন শাহরুখ! বলিউড ‘পাঠান’কে ঘিরে নয়া জল্পনা
সম্প্রতি অভিনেত্রীর ছবি পোস্ট করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি।চোখে সানগ্লাস, হাতে কফি মাগ, চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন বিদ্যা বালান। শরীরের উপর ও নীচের অংশ পুরোপুরি উন্মুক্ত। গোপনাঙ্গ ঢাকতে বিদ্যা বুকের কাছে ধরে রয়েছে একটি খবরের কাগজ। বিদ্যার এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এহেন ছবি দেখেই নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন। এমন সাহসী আর বোল্ড অবতারে বিদ্যাকে দেখে হতবাক অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)




যদিও বিদ্যা বালানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই তা ভালো চোখে নেননি।কেউ কেউ ‘বুড়ো বয়সে ভিমরতি’ বলে বিদ্যাকে কটাক্ষ করেছেন। অনেকেই আবার লিখেছেন, ‘এই ছবিতে এডিটিং একটু বেশিই করা হয়েছে’। কেউ কেউ তো আবার উরফি জাভেদের সঙ্গেও তুলনা টানেন বিদ্যার।