চারিদিকে তখন অন্ধকার। চেরি রঙের একটি গাড়ি থেকে নেমে এলেন তারকা-মডেল উরফি যাদব। পায়ে হাইহিল। পরনে চেরি লাল রঙের স্কার্ট আর শরীরের উপরের অংশে কিছু প্রায় নেই বললেই চলে। জনপ্রিয় তারকা-মডেলকে দেখে আলোকচিত্রদের উৎসাহ তুঙ্গে। গন্তব্যে পৌঁছনোর মুখেও অনুরোধের আসর। যদিও সকলের অনুরোধ রাখলেন।
আরও পড়ুনঃEntertainment : সিনেমা ছেড়ে সিরিয়ালে আবির ! কেন নিলেন এমন সিদ্ধান্ত
View this post on Instagram
আলোকচিত্রীদের কথায় সিঁড়ির দু’ধাপ উপরে উঠে দাঁড়ালেন।তারপর উরফির সঙ্গে ছবি তুললেন অনুরাগীরা। সবাইকে অবাক করে ছুটে এল দু-চার জন বালকও! কিশোরীরা তো প্রায়ই উরফির সঙ্গে ছবি তোলে। এই প্রথম কোনও ছোট্ট ছেলেকে নিয়ে ছবি তুললেন উরফি।যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তাতে রীতিমত উরফিকে কটাক্ষ করেছেন নেটাগরিকরা।কেউ লিখেছেন, “বাচ্চাদেরও রেহাই দেবে না উরফি?” আবার কেউ লিখেছেন, “ছোট্ট ছেলেটাকে বিগড়ে দিল রে!” এক জন আবার লিখলেন, “উরফির সঙ্গে ছবি তুলতে কে বলল একে?”
কেমন ছিল উরফের পোশাক?
নিমাঙ্গে চেরি রঙের স্কার্ট থাকলেও অগ্র-পশ্চাৎ অনেকটাই অনাবৃত। স্তনের দু’পাশ থেকে দুটি ফিতে আলাদা করে জোড়া, তাতে স্তনাভাস স্পষ্ট। সেই অবস্থায় উরফি নিজেও বালকের সঙ্গে পোজ দিতে অপ্রস্তুত বোধ করছিলেন। মুখের অভিব্যক্তিতে তা স্পষ্ট। এতেই আরও কটাক্ষ-বাণে জর্জরিত হয়ে যান তিনি।