শুরুতেই ছত্রভঙ্গ মিছিল, বিধানসভার গেটে তাণ্ডব করে আটক SFI নেতা

0
3

বিকল্প শিক্ষানীতি ও ছাত্রভোট-সহ একাধিক দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন SFI আজ, শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। তবে শুরুতেই ছন্দপতন। অনুমতি ছাড়া জমায়েত করার জন্য শিয়ালদহ স্টেশন চত্বর থেকে SFI-এর কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। কলকাতা জেলা SFI সম্পাদক দেবাঞ্জন দে’ও আটক হয়। মিছিল আটকাতে আগে থেকেই ধর্মতলায় রানি রাসমণি রোড এবং কেসি দাসের সামনে ব্যারিকেড করে পুলিশ।হাওড়া ব্রিজেও মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

তবে আঁটসাঁট নিরাপত্তাবলয় থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যায় বেশ কয়েকজন SFI সমর্থক। গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা করেন তাঁরা। বিধানসভা চলাকালীন ব্যারিকেড ভেঙে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যান সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁকেও বিধানসভার সামনে থেকে আটক করে পুলিশ।

সৃজন ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, “পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। বিধানসভায় যেতে দেব না। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বিধানসভা পৌঁছে প্রমাণ করে দিয়েছি।” আগামিদিনে তাঁদের দাবি মানা না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন SFI ছাত্রনেতা সৃজন।