মাঠে মেজাজ হারালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হারে আল নাসের। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর প্রো লিগে এই প্ৰথম হার হজম করলেন সিআরসেভেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে গোলের দেখা পেলেন না মহাতারকা। ম্যাচ শেষে মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। শুধু তাই নয় মাঠে উপস্থিত হাজার হাজার ইত্তিহাদ সমর্থক তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগানও দেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এক দিকে আল ইত্তিহাদের কাছে ৮০ মিনিটে গোল খেয়ে হেরে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে নেমে আসা। অন্যদিকে হাজার হাজার ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান দিয়ে যাওয়া। সবশেষে রাগ সামলাতে না সিআরসেভেন।
🔴 شاهدوا .. غضب كبير جداً من النجم العالمي #كرستيانو_رونالدو بعد الخسارة من #الاتحاد للمرة الثانية#الاتحاد_النصر#النصر_الاتحاد pic.twitter.com/T80sXddLmS
— علاء سعيد (@alaa_saeed88) March 9, 2023
ম্যাচ হারের পর মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। ক্রুদ্ধ রোনাল্ডোকে স্বান্ত্বনা দিতে এগিয়ে আসেন আল নাসেরের এক সতীর্থ। এতেই রাগ পড়েনি তাঁর। হাত ছুড়ে নিজের হতাশা ব্যক্ত করতে থাকেন তিনি। গোটা দলের সঙ্গে মাঠ ছাড়ার মুখে টাচলাইনের কাছে রোনাল্ডো পৌঁছেই মাঠে পড়ে থাকা জলের বোতলে হতাশায় লাথি মারেন তিনি। আর এর পরই গ্যালারি থেকে যখন ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগান ভেসে আসতে থাকে তখন বেজায় চটে যান রোনাল্ডো।
MESSI MESSI MESSI chants at Ronaldo 's home ground @ Al-Nassr. 😳😳💛🧡https://t.co/PPKREmIxsV https://t.co/w6aMZTsOlx
— Semper Fi Messi🐐 (@SemperFiMessi) March 9, 2023
আর এর পরেই নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন রোনাল্ডো। যদিও ম্যাচ শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়াতে জানান আগামী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল ফিরে আসবে। তবে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শেষ প্রান্তে এসে এমন আচরণ মেনে নিতে পারছেন না তার ভক্তরাও।
আরও পড়ুন:স্বীকৃতি না দেওয়া মেয়েকে সম্পত্তি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে