ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। প্রথম ইনিংসে ৪৮০ রান অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিনের শেষে ৩৬ রান ভারতের। অজিদের হয়ে দুরন্ত ইনিংস উসমান খোয়াজা এবং ক্যামেরুন গ্রিনের । ভারতের হয়ে ছয় উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
বৃহস্পতিবার থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর চতুর্থ টেস্ট। এই সিরিজে ২-১-এ এগিয়ে রোহিত শর্মার দল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু চতুর্থ টেস্টের প্রথম দিন থেকেই চাপে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিন যে দাপট নিয়ে ম্যাচ শেষ করে ছিলেন খোয়াজা। দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করল। সঙ্গী হলেন ক্যামেরুন গ্রিন। মহম্মদ শামি, জাদেজাদের দারুণ ভাবে সামলেন তাঁরা। দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখাল অজি ব্যাটাররা। খোয়াজার পাশাপাশি ব্যাট হাতে দাপট দেখান ক্যামেরুন গ্রিনও। শতরান করেন তিনি। দ্বিতীয় দিনে অজি ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে ৪৮০ রান করল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন শুরু থেকেই খোয়াজা-ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত ইনিংসে নাজেহাল অবস্থা হয় ভারতের। গ্রিনের ইনিংস শেষ হয় ১১৪ রানে। খাওয়াজা আউট হন ১৮০ রানে। এরা বাদে অজিদের হয়ে ৬ রান করেন স্টার্ক। নাথান লিওন করেন ৩৪ রান। ৪১ রান করেন মার্ফি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৮০ রানে।ভারতের হয়ে ৬ উইকেট নেন অশ্বিন। ২ উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট পান অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।
৪৮০ রানের বড় ইনিংস তারা করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩৬ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ১৭ রানে অপরাজিত রোহিত। ১৮ রানে অপরাজিত শুভমন।
আরও পড়ুন:মেসিকে ফিরে পেতে ফের আসরে নামল বার্সেলোনা