অনুব্রতর মুখোমুখি এবার কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি

0
2

অনুব্রত মণ্ডল সিবিআই-এর হেফাজতে থাকুন বা ইডির হেফাজতেই হোক, সন্দেশ তাঁর প্রিয়। অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইল ইডি, রায়দান স্থগিত রেখেছে রাউস অ্যাভিনিউ আদালত।অনুব্রতর মুখোমুখি এবার কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি।

তবে বৃহস্পতিবার দুপুরে অনুব্রত ইডি দফতরে বাঙালি খাবার খেতে চান। মেনুতে ছিল ভাত, মাছ, ডাল, তরকারি, সুগার ফ্রি সন্দেশ। সন্দেশ মিষ্টি তাঁর বড় প্ৰিয়। তাই ইডি দফতরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবদার করেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর সেই আবদার অবশ্য রেখেছেন ইডি আধিকারিকরা।বোলপুর সহ আশপাশের একাধিক জায়গায় অনুব্রতর ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছিল বলে ইডি সূত্রে খবর। ধাপে ধাপে জমা পরে সেই টাকা। ২০১৬-২০২০ সালের মধ্যে ওই টাকা জমা হয়। এর মধ্যে ৩ কোটি টাকা এফডি অনুব্রত-কন্যা সুকন্যার নামে রয়েছে। ভুয়ো একাধিক কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এমনই দাবি ইডির।