রাজ্য বিজেপির ৫০ কোটি টাকা ওভারড্রাফট! টাকা তোলায় নিষেধাজ্ঞা ব্যাঙ্কের

0
1

রাজ্য বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গুরুতর সমস্যা তৈরি হয়েছে। জানা গিয়েছে, পরিস্থিতি এতটাই জটিল যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আপাতত বন্ধ করে দিয়েছে।

রাজ্য বিজেপির অ্যাকাউন্ট আছে পিএনবি-তে। দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্টও এখানেই। বুধবার ও বৃহস্পতিবার টাকা তোলার সময় বিপত্তি ধরা পড়ে। ব্যাংক জানায়, এখন টাকা তোলা যাবে না। এরপর সিনিয়র নেতারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ব্যাঙ্কে ৫০ কোটি টাকা ওভারড্রাফট হয়ে রয়েছে। ফলে আর টাকা তোলা যাবে না।

দিল্লির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে। ব্যাঙ্ক সূত্রের খবর, একটি বড় পরিমান ওভারড্রাফ্ট হয়ে আছে। সেটি পূরণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্লায়েন্টকে।

এদিকে খরচের বিষয়টি নিয়ে বিজেপি মহলে তুমুল চর্চা চলছে। কোন জেলা, কোন শাখায় কত খরচ, সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, এগুলির খোঁজ নিচ্ছে দিল্লি। দিল্লির সূত্র বলছে, কেন ব্যাঙ্ক টাকা বন্ধ করল, ঠিক কত টাকা ওভারড্রাফট হয়ে আছে বা আসল সমস্যা কী, সব খোঁজ চলছে।