উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে দুই পর্ব মিলিয়ে ০-৩ গোলে হারে প্যারিসের এই ক্লাব। আর এরপরই ফের একবার জোড়ালো হল লিওনেল মেসির পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে আসা খবর। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে সই করাতে আসরে নেমেছে কাতালান ক্লাবটি। তাদের খবর অনুযায়ী মেসিকে সই করাতে দুই তারকা ফুটবলার রাফিনহো এবং আনসু ফাতির মত দুই সুপারস্টারকেও ছেড়ে দিতে রাজি বার্সা।
জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে। আর এখন দিয়েই প্রশ্ন উঠছে কোন ক্লাবে যোগ দেবেন লিও। নাকি পিএসজিতে থেকে যাবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় ঘটেছে পিএসজির। তাই মেসি যে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি আর বাড়াবেন না, তা কার্যত নিশ্চিত। আর এমন আবহের মধ্যে মেসিকে দলে নিতে ফের ঝাঁপাল বার্সেলোনা। সূত্রের খবর, মেসিকে ফেরাতে দলের মধ্যে শূন্যস্থান তৈরি করতেও উদ্যোগী হয়েছে বার্সা। জানা যাচ্ছে, রাফিনহোকে ছেড়ে দিতে তারা রাজি। এছাড়াও জানা যাচ্ছে রাফিনহোর পাশাপাশি আনসু ফাতিকেও ছেড়ে দিতে রাজি কাতালান ক্লাবটি। দুজনকে ছেড়ে দিয়ে সেই অর্থ সঞ্চয় করে মেসিকে কেনার জন্য ঝাঁপানো হবে বলেই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করেন মেসি। নতুন ক্লাবে দুই মরশুম পার করেও নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি আর্জেন্তাইন সুপারস্টারকে।
আরও পড়ুন:সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারালেন রোনাল্ডো, গ্যালারি থেকে আসল মেসি নামের স্লোগান