নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছিল কাল। তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।কিন্তু খবর পেতেই একদিন আগেই আজ, বৃহস্পতিবার ইডির দফতরে হাজির হলেন বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুরেই তিনি পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন:এবার ইডির নজরে অভিনেতা বনি, তলব কেন!


নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু অভিনেত্রীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তলব করা হয়েছে অভিনেতাকে।

টলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি বনি ২১এর বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে।তবে কী নিয়োগ দুর্নীতিতে বিজেপিও ঘুরপথে জড়িত? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।








































































































































