বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক

0
1

বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর । একটি টুইটে প্রিয় বন্ধুর প্রয়াণের খবর জানান অভিনেতা অনুপম খের ।শচীনের মৃত্যুতে শোকস্তব্ধ বলিপাড়া।তাঁর প্রয়াণে একজন দক্ষ অভিনেতাই শুধু নয়,বলিউড হারাল একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য লেখককেও ।

আরও পড়ুন:Entertainment : সাইবার প্রতা*রণার ফাঁ*দে তরুণ কুমারের নাতি, লালবাজারে অভিযোগ সৌরভের

বৃহস্পতিবার ভোরেই প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। প্রতিবেদন লেখার সময় অবধি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। বৃহস্পতিবার ভোরে একটি টুইট করে অনুপম খের লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”


অভিনেতা অনুপম খেরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল।ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরিচয় দু’জনের (National School of Drama) । সেখান থেকেই বন্ধুত্বের শুরু ।
১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম গ্রহণ করেন সতীশ কৌশিক।দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে । ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মস্তানা’ ছাড়াও ‘মাসুম’, ‘রাম লক্ষ্মণ’, ‘পারদেশি বাবু’, সিনেমায় সতীশের অভিনয় দর্শকের মনে তাঁর জায়গা করে নিয়েছে।