রাজ্যের মুকুটে নয়া পালক। জাতীয় স্তরে পুরস্কৃত হল রাজ্যের দুই হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল।
কী নিশ্চয়ই ভাবছেন কেন মিললো এই পুরস্কার ? এই দুই সরকারি হাসপাতালের লেবার রুমের গুণমানের জন্য এই পুরস্কার মিলেছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ খতিয়ে দেখে এই পুরস্কার দেওয়া হয়। ভাল পরিষেবা ও গুণমানের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
সেই কারণেই বাংলার এই দুই সরকারি হাসপাতালকে শংসাপত্র দিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য ,এর আগে রাজ্যের একাধিক প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার পুরষ্কৃত হয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কর্মসূচি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পায়। এবার এই মুকুটে নয়া পালক রাজ্যের স্বীকৃতিকে ফের নতুন মাত্রা দিল।