দফতরের কর্মীদের রাজ্যসভার কমিটিতে নিয়োগ করে বিতর্কে ধনকড়

0
1

জন বিরোধী সাংসদের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

এবার নিজের দফতরের কর্মীদের রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নিয়োগ করলেন তিনি।
জানা গিয়েছে, রাজ্যসভার মোট ৮ জন কর্মচারিকে মোট ২০টি কমিটিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন রাজ্যসভার চেয়ারম্যানের দফতর এবং চারজন উপরাষ্ট্রপতির সচিবলায়ে কর্মরত।

সংসদীয় রীতি অনুযায়ী, প্রতিটি কমিটিতে একজন করে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক থাকেন। তিনি সংসদীয় কমিটির কাজে সহায়তা করেন এবং বৈঠকে উপস্থিত থাকেন। তবে বিষয়টি খুব গোপনীয়।
চেয়ারম্যানের দফতরের দাবি, চেয়ারম্যানের নির্দেশে গবেষণা, লাইব্রেরি, নথি এবং তথ্য বিভাগের কর্মীদের সংসদীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। যদিও সংসদীয় রীতি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক থাকেন, তিনি প্রয়োজনে কোনও বিষয় মহাসচিবকে জানান এবং মহাসচিব বিষয়টি চেয়ারম্যানকে জানান। ফলে নতুন করে কেন আবার এই কর্মীদের নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।