রঙের উৎসবে (Holi) আপনজনকে রঙিন করার ইচ্ছে প্রকাশ করেন প্রত্যেকেই। গালে রঙের ছোঁয়া দিয়ে মনের কথা বলে দেওয়ার রীতি নতুন নয়। কিন্তু যদি প্রেমিক (Lover) চোখের সামনে না থাকে সে ক্ষেত্রে চিঠি দিয়েই বসন্তের শুভ কামনা জানানো ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে হোলি সেলিব্রেশনে জেল থেকে আসবে প্রেমপত্র (Love Letter), এ কথা কি স্বপ্নেও ভেবেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)?
কার্যক্ষেত্রে তিনি ‘প্রতারক’ তকমায় অভিযুক্ত হলেও প্রেমিক মন যে আজও বেঁচে আছে তাঁর প্রমাণ দিলেন আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। তাঁর সঙ্গে নাম জড়ানোয় অভিনেত্রীর কেরিয়ারে যথেষ্ট ক্ষতি হয়েছে। বারবার তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে জ্যাকলিনকে। সেই নায়িকাকেই দোলের শুভেচ্ছা জানাবার পাশাপাশি ভালবাসা উজাড় করে চিঠি লিখেছেন অভিযুক্ত সুকেশ। হোলি উপলক্ষে ওই প্রেমপত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সম্পর্ক নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। সুকেশ দামি দামি উপহার কিনে দিতেন অভিনেত্রী এবং তাঁর পরিবারকে একথাও প্রকাশ্যে এনেছে তদন্তকারী সংস্থা। অনেকেই আবার এই ঘটনার পর জ্যাকলিনের দিকে আঙুল তুলেছেন। হোলি উপলক্ষে নিজের ‘বেবি গার্ল ‘ জ্যাকলিনকে চিঠি লিখে যেন অনেক কথারই জবাব দিয়েছেন সুকেশ। তিনি চিঠিতে লিখেছেন, ‘চমৎকার মনের মানুষ, চিরসুন্দরী জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। আজ, রংয়ের উৎসবে প্রতিজ্ঞা করছি, মলিনতা ঘুচিয়ে সব রং ফিরিয়ে দেব তোমাকে। একশো গুণ বেশি রং ফিরবে তোমার জীবনে। এই বছর তোমার জন্য অত্যন্ত জমকালো এবং উজ্জ্বল হবে, ঠিক আমার স্টাইলে। এটা আমি করে দেখাবই, তোমার প্রতি আমার দায়িত্বও। তুমি জানো যে, তোমার জন্য যতদূর যাওয়া সম্ভব, যাব আমি। আমার বেবি গার্ল, তোমাকে ভালবাসি’। যদিও এরপর নায়িকার প্রত্যুত্তর নিয়ে কোন আপডেট মেলেনি।