শিয়ালদহ মেইন‌ শাখায় কয়েকদিন ব্যাপক ট্রেন বাতিল !

0
1

পূর্ব রেলের শিয়ালদহ – রানাঘাট সেকশনের নৈহাটি ও কল্যাণীর মধ্যে থার্ড লাইন চালু হবে। আগামী শুক্রবার সকাল ১০ টা থেকে নন ইন্টারলকিং কাজ শুরু হবে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ মেন লাইনে ২১ জোড়া EMU লোকাল, ৪ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এবং আপে ৬ টি ডাউন এ একটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে।

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাতিল ট্রেন গুলির মধ্যে শিয়ালদহ – নৈহাটি ৬ জোড়া, শিয়ালদহ – কল্যানী সীমান্ত ৬ জোড়া, শিয়ালদহ – কৃষ্ণনগর ২ জোড়া, শিয়ালদহ – শান্তিপুর ২ জোড়া, শিয়ালদহ – রানাঘাট ১ জোড়া, শিয়ালদহ – বর্ধমান ১ জোড়া, শিয়ালদহ – কালনা ১ জোড়া, নৈহাটি – ব্যান্ডেল ২ জোড়া ।

এছাড়া, শিয়ালদহ – আসানসোল – সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ – সিউড়ি – শিয়ালদা মেমু এক্সপ্রেস, শিয়ালদহ – জঙ্গিপুর রোড – শিয়ালদহ এক্সপ্রেস, শিয়ালদহ – রামপুরহাট – শিয়ালদহ মা তারা এক্সপ্রেস বাতিল থাকবে। তবে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকলেও যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে বলে পূর্ব রেল সূত্রের খবর।

এই নন Interlocking এর কাজ আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।