এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সামনে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাইভেট সেক্রেটারি সিএম রবীন্দ্রন। বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের মামলায় ইডি জেরা করছে তাকে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টানা জেরা করছে তাকে। রাজ্য সরকারের কল্যাণ প্রকল্প লাইফ মিশনের জন্য পাওয়া বিদেশি অনুদানের অর্থ নয়ছয় এবং বেআইনি লেনদেনের অভিযোগে তদন্ত চালাচ্ছে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই রবীন্দ্রনের নাম সোনা পাচার মামলাতেও আছে।
কিন্তু কেন এই জেরা ? কেনই বা সক্রিয় ইডি ? তিরুবনন্তপুরমের সৌদি দূতাবাসের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে সোনা পাচারের মামলায় মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পেয়ে সিবিআই এবং ইডি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।
আসলে অভিযুক্ত স্বপ্না সোনা পাচার মামলায় মুখ্যমন্ত্রীর অফিসের পদস্থ আমলাদের যুক্ত থাকার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। এরপরই নড়ে চড়ে বসে ইডি।