দোলের দিন খোদ কলকাতার বুকে আঁতকে ওঠার মতো ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানার বিক্রমগড় এলাকায়। লিভ ইন পার্টনারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁকে বাড়ির দরজার সামনে ফেলে আসে যুবক। আর তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে, এমনটাই মনে করছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের নাম লিটন দাস (২৭)। মৃত ওই যুবতীর নাম প্রীতি সর্দার । বয়স ৩১।
আরও পড়ুন:ফাঁড়া কাটল চেলসি কোচ গ্রাহাম পটারের

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকার বাসিন্দা লিটন পেশায় অ্যাপ ক্যাবের চালক ছিলেন। প্রীতির আগে বিয়ে হয়েছিল। ১১ বছর আগে তাঁর ডিভোর্স হয়ে যায়। তারপর প্রায় বছর চারেক ধরে লিটনের সঙ্গে লিভ-ইন করতেন তিনি। দোলের দিন, মঙ্গলবার সকালে ওই বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় যুবতীকে পড়ে থাকতে দেখা যায়। তারপর স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকলে লিটনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই লিটনকে মৃত বলে ঘোষণা করা হয়।










































































































































