Entertainment : সাইবার প্রতা*রণার ফাঁ*দে তরুণ কুমারের নাতি, লালবাজারে অভিযোগ সৌরভের

0
3

দিন দিন বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। এবার প্রতারণার (deception) শিকার হলেন মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) আত্মীয় টলি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Saurav Banerjee)। লালবাজারে সাইবার ক্রাইম (Lalbazar Cyber Crime Department) শাখায় তিনি অভিযোগ জানিয়েছেন।

সৌরভ সম্পর্কে প্রবাদ প্রতিম শিল্পী তরুণ কুমারের নাতি। সৌরভ বলছেন বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে তাঁর কাছে। ভুয়ো লোন নেওয়া হয়েছে বলে হুমকি দিচ্ছেন প্রতারকরা। এমনকি লোন শোধ করতে না চাইলে ‘নোংরা ছবি’ পরিচিতদের পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে পরিচিতদের সাবধানও করেছেন অভিনেতা। সৌরভ বলছেন প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু পরে দেখা যায় তাঁর পুরো কন্টাক্ট লিস্ট যেটা গুগলে সেভ করা আছে সেই সবটা তুলে হোয়াটসঅ্যাপে সৌরভকে পাঠিয়ে দিয়ে হুমকি দেন প্রতারকরা। রীতিমতো ভয় পেয়েছেন সৌরভ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।