হেফাজতে নিয়েই অনুব্রতর থেকে কী জানতে চাইল ইডি!

0
1

দোলের দিন একটানা ১৯ ঘণ্টার মহানাটক শেষে অনুব্রত মণ্ডলকে আগামী ১০ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ফিরহাদ হাকিম ছাড়া রাজ্যের শাসকদল তৃণমূলের প্রথম সারির কোনও নেতা তা নিয়ে মুখ খোলেননি। ফিরহাদ বলেছেন, ‘‘এজেন্সির জয় হবে না। জয় হবে মানুষের।’’

আসলে ইডি-র নজরে অনুব্রত মণ্ডলের বিনিয়োগ। ইডির দাবি, মাসে কম করে পাঁচ কোটি টাকা প্রোটেকশন মানি দিতে হত সায়গল হোসেনকে। অনুব্রতর কথাতেই সেই টাকা নিতেন সায়গল। ইবির আরও দাবি, একটি হাট থেকেই সপ্তাহে ১৫ থেকে ২০ কোটি টাকার গরু পাচার হত। সেই হিসাবেই ঠিক হত ‘প্রোটেকশন মানি’। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের সাহায্যে গরু পাচারের কিংপিন এনামুল হক পাচারের টাকা বিনিয়োগ করেছিলেন বালি পাচার ও পাথর খাদান ব্যবসাতেও। সেই ব্যবসা থেকেও ২ কোটি টাকা দিতে হত সায়গলকে। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে ইডি।