আটকে থাকবে না কোনো ফাইল, কাজে গতি বাড়াতে ফাস্ট ট্র্যাক মোডে যাচ্ছে রাজভবন

0
2

সরকারি ফাইল রাজভবনে(Raj bhavan) আটকে থাকার অভিযোগ নতুন। পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল একাধিকবার। তবে অতীতের ধারা বদলে কাজে গতি আনতে এবার তৎপর হলো রাজভবন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের(University) উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে(Fastrack mode) কাজ করবে।

রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন, আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা সংক্রান্ত। এই নিয়ে আলোচনার জন্যই শিক্ষামন্ত্রীকে তিনি রাজভবনেও ডেকেছিলেন।শিক্ষামন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন, তাঁর দেখানো পথে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজভবন ও সরকার একসঙ্গে কাজ করবে। ফলে অতীতের ধারা পিছনে ফেলে এবার কাজে গতি আনতে তৎপর হলো রাজভবন।

 

এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজভবনে এডুকেশন কনক্লেভ আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলেও রাজভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।