কোহলিকে নিয়ে ‘বিরাট’ মন্তব্য পন্টিং-এর

0
1

একদিনের ক্রিকেট বা টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স থাকলেও, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে শতরান নেই বিরাট কোহলির। এমনকি চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। শেষ টেস্ট শতরান করেছিলেন ২০১৯ সালে, বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। বিরাটের শতরান না পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই পথে হাঁটতে নারাজ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। বললেন, বিরাটের রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

এক সাক্ষাৎকারে পন্টিং বলেন,” কোহলিকে নিয়ে এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। চ্যাম্পিয়ন খেলোয়াড়েরা সব সময় নিজেদের জন্য একটা রাস্তা খুঁজে বার করে। হয়তো এখন একটু রান-খরার মধ্যে দিয়ে যাচ্ছে কোহলি। যতটা রান আমরা ওর থেকে আশা করেছিলাম, ততটা করতে পারছে না। কোহলি নিজেও সেটা জানে। আপনি নিজে যদি ব্যাটসম্যান হন আর যদি রান না পান, তা হলে সেটা নিজেই বুঝতে পারবেন। কোহলির রান না পাওয়া নিয়ে আমি অন্তত চিন্তিত নই। আমি নিশ্চিত, ও ফিরে আসবে।”

এদিকে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে অস্ট্রেলিয়া ফিরে আসায় খুশি পন্টিং। প্রথম দু’টো টেস্টে হেরে যাওয়ার পরে তৃতীয় টেস্টে অজিরা জয় পাওয়া খুশি পন্টিং। এই নিয়ে তিনি বলেন,”প্রথম দু’টো টেস্টে হারের পরেও যেভাবে জিতেছে অস্ট্রেলিয়া, তাতে আমি খুশি। এই সিরিজে ব্যাটিং করা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আর সেটা যে শুধু বল ঘুরছে বলে, তা নয়। উইকেটে অসমান বাউন্স রয়েছে। কোনও বল উঁচুতে উঠছে, কোনও বল নিচু হয়ে যাচ্ছে। এতে করে উইকেটের আচরণ সম্পর্কে কোনও ধারণা করে উঠতে পারছে না ব্যাটসম্যানরা।”

আরও পড়ুন:প্রয়াত কুস্তিগির সুশীল কুমারের বাবা, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অলিম্পিক্সের পদকজয়ী