চোটের কারণে ৪ থেকে ৫ মাসের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র। জানা যাচ্ছে, গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করাতে হবে তাকে। আর তাই অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় ফের একবার নতুন করে চোট পান নেইমার জুনিয়র। তারপর থেকেই মাঠের বাইরে ব্রাজিলীয় তারকা। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেয়ার্ন নিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে মেসি-এমবাপের পিএসজি। সেই ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে।
নেইমারের চোট নিয়ে পিএসজি কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিলেন, নেইমারের হাড় ভাঙেনি। কয়েক সপ্তাহ বিশ্রাম প্রয়োজন। তবে চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন, নেইমারের গোড়ালির লিগামেন্ট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার ছাড়া চোট মুক্ত হওয়া সম্ভব নয়। তাঁদের পরামর্শ মতোই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে তাঁর অস্ত্রোপচার হবে তা এখনও জানা যানান হয়নি পিএসজির পক্ষ থেকে।
এদিকে নেইমার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন,” আমি ফিরে আসব শক্তিশালী হয়ে।”
আরও পড়ুন:Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস