যুবকের রহস্য*মৃত্যুতে প্রেমিকাকে কাঠগড়ায় তুলল পরিবার

0
2

শহর কলকাতার বুকে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। বাগুইআটির (Baguiati) ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করল মৃতের পরিবার। একটি বহুতলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। এই মৃত্যু ঘিরেই বাড়ছে রহস্য। অভিযোগ উঠেছে ওই যুবকের প্রেমিকার বিরুদ্ধে।

প্রেমিকার বিরুদ্ধে ৩ তলার ছাদ থেকে যুবককে ঠেলে ফেলে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। মৃত যুবক একটি বেসরকারি বিমা সংস্থার কর্মী। পরিবারের দাবি, তাঁদের ছেলেকে বিয়ের (Marriage) জন্য চাপ দিচ্ছিলেন ওই তরুণী। বাড়িতে গিয়েও ওই প্রেমিকা হুমকিও দিয়েছেন বলে অভিযোগ মৃতের পরিবারের। যুবকের মৃত্যু- আত্মহত্যা, খুন না দুর্ঘটনা, খতিয়ে দেখছে বাগুইআটি থানা।

আরও পড়ুন- নিজের বাবার লাল*সার শি*কার সুপারস্টার অভিনেত্রী !