রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে… দোল পূর্ণিমার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhya। দলের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সবার উৎসবের মধ্যে অন্যতম দোল উৎসব। সবার রঙে রং মেলাতে হবে। দোলের দিন সকালে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি ঠাকুরের গানের দুলাইন “রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে”- এই বলে রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শব-এ-বরাত উপলক্ষেও সকলের মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দোলে রঙিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের ফেসবুক পেজে বাংলার সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, “ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল।” রঙের উৎসবে মেতেছে বাংলা ঘরে ঘরে চলছে আবির আর রঙের খেলা। সঙ্গে মিষ্টি মুখ আড্ডা।