ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা, বিসিসিআইয়ের নির্দেশেই এমন পিচ, জানাল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা

0
2

ইন্দোরে পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিয়েছে আইসিসি। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট মাত্র ১৩ ঘণ্টায় শেষ হয়ে গিয়েছে। প্রথম ওভার থেকেই বল ঘুরেছে। ম্যাচের ৩১টি উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছেন ২৬টি উইকেট। এরপরই আইসিসি ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিয়েছে। ৩ পয়েন্ট কেটে নিয়েছে তারা। আর এই শাস্তির পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। তাদের তরফ থেকে বলা হয়, বিসিসিআইয়ের নির্দেশেই পিচ তৈরি করা হয়েছিল।

মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি অভিলাশ খান্ডেকর সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারকদের নির্দেশেই ওই রকম পিচ তৈরি করা হয়েছিল। ম্যাচের ৮ থেকে ১০ দিন আগে বিসিসিআইয়ের দু’জন পিচ প্রস্তুতকারক এসেছিলেন। তাঁদের নির্দেশেই পিচ তৈরি হয়েছিল। এতে মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের কোনও ভূমিকা ছিল না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাদের কোনও ভূমিকা থাকে না। বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারক ও ভারতীয় দল যে রকম নির্দেশ দেয় সে রকমই পিচ তৈরি করা হয়।

আরও পড়ুন:প্রকাশিত হল আসন্ন সুপার কাপের সূচি, কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল