আজ রঙের উৎসব। পলাশের রঙে রঙিন হওয়ার দিন। আজ দোল।আর কিছুক্ষণ পর থেকেই রঙে রঙে রঙিন হয়ে উঠবে কমবেশি সকলেই। কিন্তু আজ সকাল থেকেই রোদের কড়া তাপে তপ্ত বঙ্গ। কাঠফাঁটা গরমেই আজ চলবে রঙ বিনিময়।

আরও পড়ুন:আজ দোল, সকাল থেকে মিলবে না মেট্রো পরিষেবা
কলকাতার পাশাপাশি মঙ্গলবার রাজ্যের পশ্চিমে অর্থাৎ বাঁকুড়া, আসানসোলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস (Weather update) ছুঁয়েছে। কলকাতার তাপমাত্রাও ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া খানিক মনোরম। দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।








































































































































