আদানির বিপদে পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া

0
1

হিন্ডেনবার্গের রিপোর্ট(hindenburg report) প্রকাশে আসার পর লাগাতার রক্তক্ষরণ শেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে আদানি গোষ্ঠী(Adani group)। এহেন পরিস্থিতিতে আদানিকে কিছুটা হলেও স্বস্তি দিয়ে পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া।

সোমবার দিল্লিতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফ্যারেল জানান, অস্ট্রেলিয়ায় এখনও আদানিরা বড় মাপের বিনিয়োগকারী। সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় আদানিদের লগ্নি ভালই। সমস্ত কাজ সঠিকভাবেই চলছে। তাদের (আদানি) ব্যবসায় কোনও প্রভাব পড়েছে বলে কোনও রিপোর্ট আমার কাছে নেই। অস্ট্রেলিয়ায় আদানিদের বড় মাপের বিনিয়োগ আছে।” হোলিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আহমেদাবাদ আসছেন বলেও জানান তিনি।

গত ফেব্রুয়ারি মাসেই ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায এক কয়লাখনি বন্ধক রেখে ঋণ নিতে চলেছে আদানি গোষ্ঠী। সেই টাকায় বাজারের ধার মেটাবে তারা। ধার মেটাতে ধার করার এই পদ্ধতি আদানি গোষ্ঠীর জন্য আরও বিপজ্জনক হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ঋণদাতা সংস্থার থেকে সদার্থক বার্তা পেয়েছে গৌতম আদানির সংস্থা। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে হিন্ডেনবার্গের বিতর্কিত রিপোর্ট। জানা গিয়েছে, ক্ষতিয়ে দেখা হচ্ছে শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে। সেই পরীক্ষায় পাস করলেই ঋণ মিলবে।