নিজের বাবার লাল*সার শি*কার সুপারস্টার অভিনেত্রী !

0
3

মেয়েদের সুর*ক্ষা নিয়ে যখন বাড়ির বাইরে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা হচ্ছে, তখন বাড়ির ভেতরে মেয়েরা কত সুর*ক্ষিত সেই দিকে খোঁজ রাখেন কজন? এবার এই নিয়ে মুখ খুললেন বিখ্যাত এক অভিনেত্রী (Actress)। নিজের বাড়িতে কীভাবে আপনজনের লা*লসার শি*কার হতে হয়েছিল তাঁকে, প্রকাশ্যে আনলেন সেই দগদগে স্মৃতি। জনপ্রিয় দক্ষিণী সিনেমার (South Indian Movie) অভিনেত্রী খুশবু সুন্দর (Khusboo Sundar) একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অতীতের অভি*শপ্ত দিনের কথা।

মাত্র আট বছর বয়স থেকেই খুশবু (Khusboo Sundar) নিয়মিত তার নিজের বাবার যৌ*ন লা*লসার শিকার হতেন। নিত্যদিন এই জঘন্য কান্ড ঘটাতেন তাঁর বাবা, যা চলেছে টানা ছয় বছর। কিন্তু এখানেই শেষ হয়নি গল্পটা, মেয়ে যখন কিশোরী তখনও নিজের শারীরিক তৃপ্ততার জন্য মেয়ের শরীরকে ভোগ করতে চেয়েছিলেন অভিযুক্ত বাবা। পনেরো বছর বয়সে রুখে দাঁড়ান খুশবু। তা ঠিক এক বছর পরে তাঁর বাবা বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে চলে যান । খুশবু জানান মায়ের উপর নিয়মিত অকথ্য অত্যাচার করতেন তাঁর বাবা। তিনি চলে যাবার পর হয়তো মেয়ে এবং মায়ের উপর শারীরিক অত্যাচার বন্ধ হয়েছিল কিন্তু পেট চালানোর কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল গোটা পরিবারকে। শিশু শিল্পী হিসেবে ‘দ্য বার্নিং ট্রেন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খুশবুর ফিল্মি কেরিয়ার শুরু। এরপর একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি, যার মধ্যে নসিব, কালিয়া, লাওয়ারিশ উল্লেখযোগ্য। তবে খুশবু সুপারস্টার হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার হাত ধরে। প্রায় একশরও বেশি তামিল সিনেমায় কাজ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। অভিনয় জীবনের পর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। প্রথমে ডিএমকে-তে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তারপর দল বদলি কংগ্রেস এবং ২০২০ সালে বিজেপিতে যোগদান করেন খুশবু।