দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দল৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষকদের স্বার্থে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আগামী দু’বছর রাজ্যের চাষিদের কোনও কৃষিজাত আয়কর দিতে হবে না৷
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করছে রাজ্য।
সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী জানান, আগামী দু’বছরের জন্য কৃষিতে আয়কর ছাড় বজায় থাকবে। চলতি মাসেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তবে শুধু পঞ্চায়েত ভোট নয়, সরকারের লক্ষ্য যে লোকসভাও তা চন্দ্রিমার ঘোষণায় স্পষ্ট৷ কারণ, আগামী বছরই লোকসভা ভোট৷ সেই সময়ও কৃষকেরা কর ছাড়ের সুবিধা পাবেন।




































































































































