২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকে শিরোনামে এমিলিয়ানো মার্টিনেজ এবং কিলিয়ান এমবাপের ঠান্ডা লড়াই। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এমবাপেকে নিয়ে একের পর এক মস্করা করেছেন মার্টিনেজ। সেই মার্টিনেজকেই দেখা যায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জিতে এমবাপের কাছে গিয়ে কিছু বলতে। সেই নিয়ে আগ্রহ জাগে ফুটবল প্রেমীদের মধ্যে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। নিজেই জানালেন ঠিক কি বলেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,” আমি ওকে বলেছিলাম হতাশ না হয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়তে। কারণ, ও বিশ্বকাপ ফাইনালে যা খেলেছিল তাতে ওর গর্বিত হওয়া উচিত ছিল। চার বার আমাকে পরাস্ত করেছিল এমবাপে। উল্টে আমারই লজ্জিত হওয়া উচিত ছিল। ওর নয়। সেটাই ওকে বলেছিলাম।”
এমবাপেকে নিয়ে মস্করা করা নিয়ে মার্টিনেজ বলেন,” ‘আমি পুতুলটা ২ মিনিট ধরেছিলাম। তার পর ফেলে দিয়েছিলাম। আমি কীভাবে এমবাপেকে নিয়ে মস্করা করব? ও আমাকে চার বার পরাস্ত করেছিল। এমবাপেকে আমি খুব সম্মান করি।”
আরও পড়ুন:চতুর্থ টেস্টেও নেই কামিন্স, দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ