সোমবার বিধানসভা অধিবেশনে(assembly session) স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনায় বিরোধীদের কার্যত তুলোধোনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) প্রশংসা করার পাশাপাশি অনাস্থা আনার জন্য তিনি তোপ দাগলেন বিরোধীদের।

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পিকারের প্রতিও ওদের আস্থা নেই? যে অধ্যক্ষ সেদিন ওদের অত কথা বলার পরেও শুধুমাত্র আমার একটা কথাতে ওদের ক্ষমা করে দিলেন তাঁর প্রতিও অনাস্থা প্রস্তাব আনছে? ঈশ্বর ওদের ক্ষমা করে দিন।” পাশাপাশি স্পিকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কতটুকু চেনেন বিমানদাকে। উনি আইনি ক্ষেত্রের একজন অত্যন্ত দক্ষ মানুষ। উনি যদি ওকালতি করতেন তাহলে আজ অনেক দূর পৌঁছতে পারতেন। ওরা স্পিকার কে হায় হায় বলেছে মানুষ ওদের বাই বাই বলে দেবে। আমি ফিরহাদদের ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তাব আনার জন্য।”
উল্লেখ্য, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সদস্যরা। তবে বিজেপির পাল্টা ফিরহাদ হাকিম সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা আস্থা প্রস্তাব জমা দেন। অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে শাসক দলের প্রস্তাবে। দুটি প্রস্তাবের বক্তব্য পরস্পরের সম্পূর্ন বিপরীত তাই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেছেন। এরপরেই বিরোধীদের এখানে আচরণের জন্য কড়া ভাষায় তার নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







































































































































