পর্যটনে আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার, টুইটে বঙ্গের প্রশংসা রাজ্যপালের

0
2

ফের রাজ্যের মুকুটে নয়া পালক! এবার পর্যটন শিল্পেও শীর্ষে বাংলা। বিশ্বমঞ্চে বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার পেতে চলেছে বাংলা। বার্লিনে বসতে চলছে বিশ্বের সেরা পর্যটন মেলা ।সেখানেই তুলে দেওয়া হবে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার। যা ‘অত্যন্ত গর্বের’ বলে টুইট করে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার টুইটারে তিনি লেখেন, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে ৯ মার্চ বার্লিনে সংস্কৃতির সেরা গন্তব্যের পুরস্কার পাবে বাংলা’।বাংলার পুরস্কার জেতা দেশের জন্যও অত্যন্ত গর্বের।

আরও পড়ুন:বুধে শপথ, মঙ্গলেই সস্ত্রীক কলকাতায় পৌঁছলেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস


আগামি ৯ মার্চ ২০২৩ ‘ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট’ হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে। যা দেশের জন্যও গর্বের বলেই উল্লেখ করেন রাজ্যপাল।


নবান্ন সূত্রে খবর, এই পুরস্কার আনতে বার্লিনে যাচ্ছেন নন্দিনী চক্রবর্তী। যিনি এতদিন রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন। যদিও রাজভবনের তরফে গত মাসেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই মন্ত্রী বাবুল সুপ্রিয়র দফতর পর্যটনের সচিবের দায়িত্ব পান নন্দিনী। এরপরই বাংলার এই স্বীকৃতির সম্মানপ্রদান অনুষ্ঠান।

প্রতি বছরই ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোরসে-র (ITB- Berlin) তরফে বিশাল এক পর্যটন মেলার আয়োজন করা হয়। যেখানে পর্যটন দফতরের পাশাপাশি অংশ নেয় বিশ্বের বিভিন্ন হোটেল, ট্যুরিজম বোর্ড, ট্যুর অপারেটর, সিস্টেম প্রোভাইডার, বিমান সংস্থাগুলিও।