বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানায় চাপানউতোর তুঙ্গে

0
2

রেলের ক্যাটারিং আইআরসিটিসি দুর্নীতির মামলাতেই আরজেডি প্রধান লাল প্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানা দিল সিবিআই।

যদিও আগামী ১৫ মার্চ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে রাবড়িদেবীকে। তার আগেই সিবিআই হানা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
আইআরসিটিসি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে অভিযুক্তদের নামের তালিকা দিয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে চার্জশিট পেশ করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেই চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চ আইআরসিটিসি দুর্নীতি মামলায় মোট ১৪ জনকে তলব করেছে দিল্লি আদালত। সেই তালিকার ভিত্তিতেই লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীকে তলব করা হয়েছে বলে আদালত সূত্রের জানা গিয়েছে। তবে শুধু লালু-দম্পতি নন, ১৪ জনের তালিকায় লালু-কন্যা মিসা ভারতীরও নাম রয়েছে।
রাবড়িদেবীর বাড়িতে আচমকা হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ব্যক্তিগত সহায়কের বাড়িতেও অভিযান চালাচ্ছে সিবিআই। আজকের দিনে এই অভিযান ফের কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে নীতীশ-তেজস্বীর নবনির্বাচিত সরকারের বিহার বিধানসভায় শক্তিপরীক্ষা চলছে। স্বভাবতই আরজেডি-র তরফে এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে কটাক্ষ করা হয়েছে।
রাবড়ি দেবী বলেছেন, ‘ আমাদের ভয় দেখাতে সিবিআই-ইডিকে কাজে লাগানো হচ্ছে’।