প্রেসিডেন্সির চার টিএমসিপি নেতার শাস্তি

0
3

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের জেরে শাস্তি দেওয়া হল চার টিএমসিপি নেতাকে। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে চলতি সিমেস্টারের জন্য দুই টিএমসিপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিযুক্ত তৃণমূল পরিষদের ছাত্র নেতাদের হোস্টেলে থাকার ওপর।

তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।পাল্টা টিএমসিপির দাবি, বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপ। অন্যদিকে, কিছু দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, কলেজ স্ট্রিট অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছে টিএমসিপি।

অভিযোগ,  গভীর রাতে  প্রেসিডেন্সির ঐতিহ্যশালী হিন্দু হস্টেলে  বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, বৃহস্পতিবার দুপুরে কলেজ স্ট্রিটের চার মাথা মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা।   শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্ট্রিটের চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ করা হয় কলেজ স্ট্রিটের মোড়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার জেরে হিন্দু হস্টেল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ।