মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম‍্যাচে দাপুটে জয় মুম্বইয়ের, একাধিক রেকর্ড হরমনপ্রীতদের

0
3

গতকাল থেকে শুরু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস। সেই ম‍্যাচে দাপুটে জয় পায় হরমনপ্রীত কৌরের দল। গুজরাতকে ১৪৩ রানে হারায় তারা। আর এই জয় পেতেই একাধিক নজির গড়ে মুম্বই। এর মধ্যে অন্যতম হল সব থেকে বড় ব্যবধানে জয়। এর আগে মহিলাদের টি-২০ ক্রিকেটে কোনও দল এত রানে জিততে পারেনি। এমনকি ভেঙে দিয়ে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডও।

মহিলাদের টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে মুম্বই ইন্ডিয়ান্স।মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাতকে হরমনপ্রীতরা হারিয়েছেন ১৪৩ রানে। যা মহিলাদের টি-২০ ক্রিকেটের নতুন রেকর্ড। এর আগে মহিলাদের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যবধানের জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ওয়েলিংটনের মহিলাদলের দখলে। ২০২১ সালে তারা ওটাগোকে হারিয়েছিল ১২২ রানে।

শুধু তাই নয়, হরমনপ্রীতদের ১৪৩ রানে জয় ছাপিয়ে গেল আইপিএলে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নজিরকেও। ২০০৮ সালে প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ১৪০ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। উল্লেখ্য কেকেআর এবং আরসিবির সেই ম্যাচও ছিল পুরুষদের আইপিএলের সর্বপ্রথম ম্যাচ।

আরও পড়ুন:আইএসএল-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান, ম‍্যাচ জিতেও মন খারান জুয়ানের