আই লাভ মণীশ সিসোদিয়া: দিল্লির স্কুলে পোস্টার পড়তেই সক্রিয় পুলিশ, মামলা দায়ের

0
1

মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে সিবিআই হেফাজতে(CBI Coustody) রয়েছেন দিল্লির সদ্য প্রাক্তন মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। এই পরিস্থিতির মাঝেই দিল্লির স্কুলে(Delhi School) দেখা গেল ব্যানার যেখানে লেখা ‘আই লাভ মণীশ সিসোদিয়া’। এই ব্যানারকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ(Delhi Police)।

জানা গিয়েছে, ওই ব্যানার চোখে পড়ার পরই তা সরিয়ে নেয় পুলিশ। দাবি করা হয়েছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তা সরানো হয়েছে। এবং গোটা ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, “গত শুক্রবার সকাল আটটা-সাড়ে আটটা নাগাদ কয়েকজন আপ কর্মী এসে শাস্ত্রী পার্কের সরকারি একটি স্কুলে গেটের সামনে ব্যানার টাঙিয়ে দেন। সেখানে লেখা ছিল ‘আই লাভ মণীশ সিসোদিয়া’। আমরা এর প্রতিবাদ জানিয়ে বলি, এটা শিক্ষার মন্দির। একে রাজনীতি থেকে দূরে রাখুন।”

উল্লেখ্য, শনিবার সিসোদিয়াকে আবগারি নীতি মামলায় আদালতে তোলা হলে জামিনের আবেদন জানান সিসোদিয়ার আইনজীবী। তবে পাল্টা সিবিআইয়ের তরফে ৩ দিনের হেফাজত চাওয়া হয়। সিবিআইয়ের দাবি আংশিক মেনে সিসোদিয়াকে ২ দিনের হেফাজত দেন দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ।