সতীর্থদের কথায় বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অশালীন ভঙ্গি, বললেন মার্টিনেজ

0
10

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে সেরা গোলরক্ষকের পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলেন আর্জেন্তাইন এমিলিয়ানো মার্টিনেজ। সেই আচরণের জন‍্য বিতর্কেও জড়ান তিনি। আর এইবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। বললেন, সতীর্থদের প্ররোচনাতেই সেরা গোলরক্ষক পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলাম।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,” সেই আচরণের জন্য আমি একদমই গর্বিত নই। বলা যেতে পারে ওটা একটা বাজি ছিল।”

এখানেই না থেমে মার্টিনেজ আরও বলেন,” আমার হাতে গোল্ডেন গ্লাভস পুরস্কার তুলে দেওয়ার পরই সতীর্থরা সবাই চিৎকার করে বলেছিল, ‘কোপা আমেরিকার মতো করে কেন উচ্ছ্বাস প্রকাশ করছ না?’ আমি বলেছিলাম, তেমন করব আবার? তাতে সতীর্থরা বলেছিল, ‘কী হবে তুমি তেমন করলে?’ ওদের কথা শুনেই ওই আচরণ করেছিলাম। দোষ সম্পূর্ণ ওদের।”

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম‍্যাচে দাপুটে জয় মুম্বইয়ের, একাধিক রেকর্ড হরমনপ্রীতদের