বাগুইআটিতে স্বাস্থ্য শিবির নিয়ে উৎসাহ তুঙ্গে

0
3

মা ফাউন্ডেশনের (Maa Foundation) সহযোগিতায় অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্ট (Baguiati) এর উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির (Health Camp) অনুষ্ঠিত হল। শতাধিক মানুষ এদিনের স্বাস্থ্য শিবিরে অংশ নেয়।

জানা গিয়েছে, এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে গরীব মানুষদের জন্য কাজ করছে। মা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্ট-র সদস্যদের সহযোগীতার ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও তাঁদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে পাওয়ার আশাপ্রকাশ কর্তৃপক্ষের।