স্কুলের ফি না মেটানোয় পরীক্ষায় বসায় বাধা! অবসাদে আ*ত্মঘাতী ছাত্রী

0
1

অর্থাভাব! বাবা মেটাতে পারেনি স্কুলের ফি।তাই পরীক্ষায় বলতেই দেওয়া হল না নবম শ্রেণির ছাত্রীকে। এর জেরে আত্মহত্যা করল ১৪ বছরের ওই কিশোরী।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি এলাকার।

আরও পড়ুন:ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ঝুপড়িতে আগু*ন লাগিয়ে মা-মেয়েকে পুড়ি*য়ে মা*রল যোগীর পুলিশ

কিশোরীর বাবা জানিয়েছেন, আর্থিক অসঙ্গতির কারণে তিনি মেয়ের স্কুলের ফি সময়মতো জমা দিতে পারেননি। তার জন্য স্কুলের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও শুক্রবার যখন পরীক্ষা দিতে যায় ওই ছাত্রী, কর্তৃপক্ষের তরফে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বারবার অনুরোধ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি স্কুল কর্তৃপক্ষ।এরপরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।

পরীক্ষায় বসতে না দেওয়ায় ভেঙে পড়ে নবম শ্রেণীর ওই ছাত্রী। সেই কারণেই বাড়ি ফিরে আত্মঘাতী হয় সে বলে অভিযোগ ওই কিশোরীর বাবার। এই ঘটনায় পুলিশ সুপার রাহুল ভাটি জানিয়েছেন, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।