Entertainment:হৃতিকের বিয়ে নিয়ে বলি পাড়ায় গুঞ্জন!কী বলছেন রাকেশ রোশন

0
3

সুজান খানের সঙ্গে বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গিয়েছে। চলতি বছরের নভেম্বরেই চারহাত এক হতে চলেছে হৃতিক ও সাবার।ছেলের প্রথম বিয়ে ধুমধাম করেই আয়োজন করেছিলেন রাকেশ রোশন। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তাঁর ভূমিকা কতটা থাকবে?

আরও পড়ুন:Entertainment : ‘টা*র্গেট’ সায়ন্তিকা, কীসের ভ*য়ে পুলিশের দ্বারস্থ নায়িকা !

সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত।অবশ্য এ প্রসঙ্গে কখনও মুখ খোলেননি হৃতিক।তবে সাবার সঙ্গে হৃতিকের প্রেম কারোরই অজানা নয়। দুজনে একসঙ্গেও থাকতে শুরু করেছেন তাঁরা। এমনকি সাবার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। আর তারপর থেকেই বলি পাড়ায় হৃতিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন।

যদিও এ প্রসঙ্গে হৃতিকের বাবা রাকেশ রোশন নাকি কিছুই জানেন না। তিনি বলেন, ‘‘হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।’’