শ্রমিকদের দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় তৃণমূলের নেতা-মন্ত্রীরা

0
3

রাজ্যের চা শ্রমিকদের চারদফা দাবি পূরণ করতে হবে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে
ধর্ণায় বসলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়াতেই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এই অবস্থান বিক্ষোভ তৃণমূল চা শ্রমিক সংগঠনের।

জলপাইগুড়ি আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী ও সমর্থকরা এদিন সকাল থেকে ধর্ণায় বসেন। শ্রমিক সংগঠন চা শ্রমিকদের পিএফ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা প্যাকেজ ঘোষনা করেছিল। সেই টাকা নিয়েই দুর্নীতির অভিযোগ। একইসঙ্গে চা শ্রমিকদের ৫৮ বছরের বদলে ৬০ বছরে অবসর, চা বাগানের ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের টাকা বন্ধ করে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে ধর্ণা।

আজ থেকে শুরু হওয়া এই ধর্ণা টানা ৬ তারিখ পর্যন্ত চলবে বলে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে।মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন ধর্ণায় উপস্থিত আছেন আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূল কংগ্রেস চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সদস্য রাজু গুরুং, তবারক আলি, সুজু ছেত্রী, সঞ্জয় কুজুর সহ অনান্যরা।

এই ধর্ণার ফলে বানারহাট জুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ বেড়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশবাহিনী।