Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
4

১) আজ যুবভারতীতে আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশাকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে জুয়ান ফেরান্দোর দল। জয়ই লক্ষ‍্য বাগান ব্রিগেডের।

২) ২০২২-২৩ আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিতর্ক। খেলতে নেমে দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স। অতিরিক্ত সময়ের খেলা চলার সময় দল তুলে নেয় কেরালা। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রিকিক থেকে শট নেন বিএফসির ফুটবলার সুনীল ছেত্রী।

৩) ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে খারাপ আখ‍্যা দিল আইসিসি। তৃতীয় টেস্টের প্রথমদিন থেকে পিচ স্পিনারদের পক্ষে ছিল। স্পিনারদের এই ভাবে সাহায্য পাওয়া ভাল চোখে দেখেনি আইসিসি। পিচ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, “পিচ খুব শুষ্ক ছিল।

৪) বাতিল হয়ে যাওয়া কলকাতা হকি ডার্বি হতে চলেছে ৯ মার্চ। বিকেল ৪ টে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে হতে চলেছে এই ম‍্যাচ। এদিন এমনটাই জানাল হকি বেঙ্গল। ১৯ ফেব্রুয়ারি হকির ডার্বি নিয়ে উত্তাল হয়েছিল কলকাতা ময়দান।

৫) মাত্র আড়াই দিনে শেষ হল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ইন্দোরে ভারতীয় দলকে ৯ উইকেটে হারাল স্টিভ স্মিথের দল। এই জয়ের ফলে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল ২-১। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা।

আরও পড়ুন:আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিত*র্ক, দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স