সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা, তিন সদস্যের কমিটি গঠন আইএফএ-এর

0
2

সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা। আর ব‍্যর্থতার পর আসরে নামল আইএফএ। ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করল আইএফএ। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন ও দেবজিৎ ঘোষকে এই কমিটির সদস্য মনোনীত করেছে আইএফএ। শুধু এই সন্তোষ ট্রফির ব্যর্থতার বিশ্লেষণ এবং কারণ খোজাই নয় ভবিষ্যতে কীভাবে এই সমস্ত ভুল ত্রুটি এড়িয়ে বাংলা দল আরও শক্তিশালী হয়ে পরবর্তী সন্তোষ ট্রফিতে ঘুরে দাঁড়াতে পারে সেই পরামর্শও দেবে এই তিন সদস্যের এই কমিটি।

সম্প্রতি সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায় লজ্জাজনকভাবে বিদায় নেয় বাংলা। ৫ ম্যাচে ১ টি ড্র এবং ৪ টি হার নিয়ে গ্রুপ তালিকার একদম শেষে শেষ করে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। এমন হতাশাজনক ফলাফলের পর স্বাভাবিক ভাবেই সমালোচনার ঝড় বয়ে যায় বাংলার ফুটবল মহলে। এই ব্যর্থতার কারণই খুঁতিয়ে দেখতে আইএফএর তরফে তিন সদস্যের একটি সেল গঠন করা হয়েছে।

এরপাশাপাশি বাংলার ফুটবলের ভবিষ্যৎ আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এবং স্কাউটিংয়ের মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনার বিষয়টিকে গুরুত্ব দিতে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, আইএফএ কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং রাকেশ ঝাঁ। এই নিয়ে আইএফএ এর তরফে জানানো হয়েছে যে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেশ কিছু ইতিবাচক গঠনমূলক দিক উঠে এসেছে এই আলোচনার মাধ্যমে।

আরও পড়ুন:ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দেওয়া আইসিসির মন্তব্যকে একহাত নিলেন গাভাস্কর