নিজের অ্যাপার্টমেন্টে রহস্যজনক মৃ*ত্যু হল ভাইরোলজিস্ট আন্দ্রে বোটিকভের (Virologist Andrey Botikov)। রাশিয়ান কোভিড -১৯ ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V vaccine)তৈরি করতে তিনি সাহায্য করেছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ান বিজ্ঞানীর মৃ*তদেহ পাওয়ার পর থেকেই রীতিমত শোরগোল পড়ে গেছে। বিজ্ঞানীকে বেল্ট দিয়ে শ্বাসরো*ধ করে হ*ত্যা করা হয়েছে বলে শনিবার রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। দেহ উদ্ধারের কয়েকঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রে*ফতার করা হয় বলে ফেডারেল তদন্তকারী সংস্থা জানিয়েছে।
ভাইরোলজিস্ট আন্দ্রে বোটিকভ (Virologist Andrey Botikov) কোভিড ভ্যাকসিন (Covid Vaccine)নিয়ে বিগত ২ বছর ধরে কাজ করে চলেছেন। ২০২০ সালে স্পুটনিক ভি ভ্যাকসিন (Sputnik V vaccine)তৈরি করার জন্য যে ১৮ জন বিজ্ঞানীর দল তৈরি করা হয়েছিল, তাতে অন্যতম বড় দায়িত্ব সামলেছেন আন্দ্রে। ২০২১ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)বিজ্ঞানীকে ‘অর্ডার অফ মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ (Order of Merit for the Fatherland)পুরস্কারে ভূষিত করেছিলেন। ৪৭ বছর বয়সী বোটিকভ গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স-এর (Gamleya National Research Center for Ecology and Mathematics) একজন সিনিয়র গবেষক হিসেবে কাজ করছিলেন। এহেন বিজ্ঞানীর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি জানিয়েছে, ২৯ বছর বয়সী সন্দেহভাজন স্বীকার করেছেন যে বিজ্ঞানীর সঙ্গে বাদানুবাদের সময় একটি বেল্ট দিয়ে বোটিকভকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। আসামীর একটি পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড রয়েছে বলে জানা যাচ্ছে। আসামীকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান হবে বলে জানা যাচ্ছে।