২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি

0
3

২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। এদিন রাজস্থান ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে আইলিগ চ‍্যাম্পিয়ন হল তারা। আর এই জয়ের ফলে আইলিগের প্রথম দল হিসাবে আইএসএল-এ খেলার ছাড়পত্রও  নিশ্চিত করে ফেললো তারা।

শনিবার ডঃ আম্বেদকার স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সহজেই জয় লাভ করে রাউন্ডগ্লাস এফসি। ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় রাউন্ডগ্লাস। ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলে এগিয়ে যায় তারা। ম‍্যাচের ১৬ মিনিটে রাজস্থানের ফুটবলার যশ ত্রিপাঠী। ম‍্যাচের ৪১ মিনিটে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাজসেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে রাউন্ডগ্লাস পাঞ্জাবের খেলায়। ম‍্যাচের ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করেন জুয়ান মেরা। এবং অতিরিক্ত সময় মিংথানমাউইয়ার গোলে ৪-০ ফলাফলে ম্যাচ জিতে নেয় রাউন্ডগ্লাস পাঞ্জাব।

আরও পড়ুন:শেন ওয়ার্ন-এর প্রথম মৃত্যুবার্ষিকী, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ সৌরভ-সচিনের