অবসরপ্রাপ্ত আইএস অফিসার উজ্জয়িনী দত্ত (IS Officer Ujjaini Dutta) এবার দিল্লিতে রাজ্যের নতুন রেসিডেন্সিয়াল কমিশনার (Residencial Commissioner) পদে আসীন হলেন। কর্মীবর্গের প্রশাসনিক সংস্কার দফতর থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। এর আগে এই দায়িত্ব সামলাতেন সদ্য অবসর প্রাপ্ত আইএএস অফিসার (IAS officer) সুব্রত বিশ্বাস (Subrata Biswas)।
১৯৯০ সালের আইএএস সুব্রত বিশ্বাসের জায়গায় এবার নতুন দায়িত্ব পেলেন উজ্জয়িনী দত্ত। তিনি দীর্ঘদিন অর্থ দফতরে কাজ করেছেন বলে জানা যায়। সুব্রত বিশ্বাসকে অনগ্রসর কল্যাণ দফতরের ওএসডি করা হয়েছে।